চট্টগ্রামের সীতাকুন্ডে একটি কন্টেইনার ডিপোতে লরির ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীতাকুন্ড উপজেলার পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৫০) পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোর ফোরম্যান ছিলেন। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। পরিবার নিয়ে তিনি সীতাকুন্ডের ভাটিয়ারি এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ভোরে ডিপোতে কাজ করার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কালাম। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post