জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট কর্তৃক সিলেট বিভাগে কর্মরত কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী হার্ডওয়ার ম্যানটেনেন্স এন্ড ট্রাবুলসটিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করা হয়েছে।
৩ ডিসেম্বর শুক্রবার বিভাগীয় কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাই মিঞা, সিনিয়র প্রিন্সপাল অফিসার-আইটি গাজী গোলাম মোস্তফা, প্রিন্সিপাল অফিসার-আইটি মোঃ আতিকুর রহমান ও আইটি কর্মকর্ত্ াএইচ এম মেহেদী হাসান। কোর্স কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার-আইটি গৌতম বিশ্বাস। স্থানীয়ভাবে প্রশিক্ষণ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান। প্রশিক্ষনে সিলেট বিভাগের ২৫ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ব্যাংক এর মত আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মূল ভুমিকা পালন করছে। তাই ব্যাংক কর্মকর্তাদের আরো সতর্ক থেকে সকল আইটি বিষয়ক জ্ঞান অর্জন করে দক্ষতার সাথে কাজ করতে হবে।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে কাজ করলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারব। বক্তব্যের পর তিনি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন । দুদিনব্যাপী এ প্রশিক্ষন আগামী ৪ ডিসেম্বর শেষ হবে।
Discussion about this post