সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন অব্যাহত রেখেছেন। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছেলে-মেয়ে স্কুলে পাঠানো ও নজরদারিতে রাখা।
তারা যাতে কোন খারাপ পথে না যেতে পারে। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে এসে যথাযথ ভাবে পাঠ্যক্রম শেষ করা। যাতে সকল শিক্ষার্থী সঠিক ভাবে শিক্ষা লাভ করতে পারে। তিনি রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আমার নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম ও যুব মন্ত্রণালয়ের অধীনে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করা হবে।
এমপি হবিব ১২ ডিসেম্বর রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নর রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মওছুফুল করিম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমনের ও বিদ্যালয়ের অফিস সহকারী সাইদুল হকের যৌথ পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আতিকুল হক আতিক, বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি এম.এ মুহিত, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান নিলু, শিক্ষানুরাগী সৈয়দ এম.এ কাইয়ুম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হক, খিজির খান, পংকী মিয়া, শিক্ষানুরাগী সৈয়দ এম.এ মুহিত, সাইফুদ্দিন আল ফারুক মিন্টু, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হারুনুর রশীদ হিরন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহীন আলী, যুবলীগ নেতা মনছুর আহমদ, সাদিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাওছার আহমদ পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রহিমুল ইসলাম লিহিন প্রমুখ।
Discussion about this post