মিঠু দাস জয় ওরফে মিন্টু বাহিনী কর্তৃক ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সহসভাপতি হিলাল উদ্দিন শিপুর ওপর হামলার প্রতিবাদে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরীর উপশরস্থ ল’ কলেজ গেটের সম্মুখে বুধবার (২০ এপ্রিল) ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশানা আক্তার সুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মুশফিক রিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ সাদিকুর রহমান সাদিক।অন্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নিতু ভৌমিক, ইউসূফ আলী, ওয়াহিদুজ্জামান সাগার, সহসাধারণ সম্পাদক রুবা আক্তার, প্রচার সম্পাদক লিপি আক্তার, সাংগঠনিক সম্পাদক শিমু আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রাফা আক্তার রুমা, সমাজসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির, ক্রীড়া সম্পাদক ফৌজিয়া শান্তা, সহক্রীড়া সম্পাদক শাবানা আক্তার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার, দপ্তর সম্পাদক শুকরিয়া শারমিন, শিউলি আক্তার শেলি, আজিজুল ইসলাম নোমান, শাহ বিন মনজুর, জামিলা বেগম, ইশরাত জাহান পান্না, সৈয়দ নাজমুন নাহার, হামীমা বেগম, সুলতানা বেগম, শাহেনা বেগম, তারেক আহমদ, ইমরানা বেগম, পিংকি বেগম, মুক্তা বেগম, ফাহমিদা বেগম, আয়শা আক্তার মন্নি, কামাল হোসেন, সুলনাতা বেগম, ফাহমিদা খানম ঝুমা, রাজন আহমদ, এ্যানি বেগম, রুমা আক্তার, জান্নাত নিশা, সাদিয়া আক্তার, এনিয়া জাহান, নিজাম উদ্দিন, শাহরিয়া কাশিম, অপন, এসএম নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হিলাল উদ্দিন শিপু একজন আইনের ছাত্র। কোতোয়ালি থানায় একজন সন্ত্রাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনের একজন ছাত্রেরে বিরুদ্ধে তরিঘরি করে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে যাহা অত্যান্ত দুঃখজনক। আমরা অভিলম্বে হিলাল উদ্দিন শিপুর ওপর থেকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা আরো বলেন নয়তো আমার সিলেটের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।
Discussion about this post