সারা দেশজুড়ে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
নগরীর নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্টেশন রোড সিআরবি , জুবলী রোড , নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি নন্দনকানন ডিসি হিল এসে শেষ হয়।
এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন বিএনপি আন্দোলনের নামে সারা দেশজুড়ে সাধারণ পথচারী সহ পুলিশের উপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতংঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা।চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।
এতে আরো বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ জাফরউল্লাহ ,রিটু দাশ বাবলু ,শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি ,মনোয়ার আলম নোবেল,রেজাউল হক রুবেল প্রমুখ ।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী ,সুজিত ঘোষ, এম এ আওয়াল ,রতন মল্লিক ,মনোয়ার জাহান মনির,প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী ,সৌরভ বিকাশ বড়ুয়া বিতান , নাছির উদ্দীন ফাহিম ,পঙ্কজ রায়, মোরশেদ আলম,মোহাম্মদ দেলোয়ার ,সেলিম উদ্দীন জয় ,মোহাম্মদ সাব্বির চৌধুরী ,মোহাম্মদ জাহেদ ,হোসেন আহম্মেদ রুবেল ,শাহিনুর শানু , আকতার হোসেন সৌরভ ,রুবেল শিকদার ,আমজাদ হোসেন ইমরান ,জিএস আমিনুল করিম ,লিটন চৌধুরী রিংকু তোফাজ্জল হোসেন জিকু ,এস এম তুষার ,এম আর হৃদয় , মিজানুর রহমান মিজান , রেজাউল আলম রিকন ,নাজমুল হাসান সামি , সাদাফ খান, আবু তাহের রানা ,মাহমুদুল করিম , মনিরুল ইসলাম মনির , আনোয়ার পলাশ ,মাইমুন উদ্দীন মামুন ,মো জোনায়েদ,শেখ তৌহিদুল ইসলাম আরদীন ,জুবাইদুল আলম আশিক ,আব্দুল্লাহ আল তানিম ,রকিবুল ইসলাম সেলিম ,আরাফাতুল করিম শুভ দত্ত ,মোহাম্মদ রুবেল প্রমুখ ।
Discussion about this post