সর্বকালের সবশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
(১৮ অক্টোবর) মঙ্গলবার দুপুরে কদমতলীস্থ পাঠানপাড়ায় জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপন এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আজম খান বলেন,
আজ হয়ত শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতোই বাঙালির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন। তিনি বেঁচে থাকলে হয়তো তার কর্মের দ্বারা বাঙালি জাতির ইতিহাসে উজ্জল অবদান রাখতেন।
কারণ শেখ রাসেলের মধ্যে খুব ছোট বেলাতেই দেখ গিয়েছিল বঙ্গবন্ধুর মতোই মানবিক বোধ।
জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহমদ শমসের সিরাজ সোহেল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ছয়েফ খাঁন।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মো: ইফতার খান, মো: সুলেমান মিয়া, মির্জা দুলাল আহমদ, শওকত মালা, অনিমা রানী ঘোষ, জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান রঞ্জন ধর, শিপ্রা রানী রায়, আব্দুল কাইয়ুম, কামরুন নাহার শাপলা, স্বপ্না পাল, দীপ্তা দে, দীপংকর রায়, প্রশান্ত পাল, আব্দুল বাছিত তফাদার, কনিকা দেব, শারমিন জাহান, খালেদা আক্তার, বুশরা খানম, মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম।
Discussion about this post