স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ হাতে নিয়ে নগরীর প্রধান সড়কে বর্ণমালার মিছিলে মহান ভাষার মাস ফেব্রুয়ারি বরণ করলো সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে নাট্য ও সংস্কৃতিকর্মী সহ নানান শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে বর্ণমালা হাতে ভাষার গান পরিবেশন করে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে স্কাউটের সদস্যবৃন্দ বৃহতাকারের জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাশ।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় বর্ণমালার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন,
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ,
সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক কনোজ চক্রবর্তী বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারন সম্পাদক শামসুল বাছিত শেরো, সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ,
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির, ইমজা সিলেট’র সাবেক সাধারন সম্পাদক আনিছ রহমান, ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, প্রথমআলো বন্ধু সভা, সিলেট’র সভাপতি অন্তর শ্যাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মের দায়িত্ব অনেক বেশি। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির প্রত্যেকটি লড়াই সংগ্রামে নিজের জীবন বাঁজি রেখে সংগ্রাম করে গেছেন। আমরা ভাষার দাবি প্রতিষ্ঠা করতে পেরেছি।
মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। তিনি সকল ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান।
নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার আহবান জানান।
উদ্বোধকের বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা ও সংস্কৃতির বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁরই নেতৃত্বে মাতৃভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, কোন অবস্থাতেই মাতৃভাষার মর্যাদা ক্ষুন্ন করা যাবে না।
বর্ণমালার মিছিল থেকে সর্বত্র বাংলা ভাষার প্রচলন, সাইনবোর্ড, বিলবোর্ড সহ সকল প্রতিষ্ঠানের প্রচারে বাংলাকে প্রাধান্য দেওয়া এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
Discussion about this post