সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুস্থ মহিলাদের জীবন মান উন্নয়ন, কর্মসংস্থান ও কর্মদক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া নারী সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। সরকারের দেয়া সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করতে প্রশিক্ষণে বিকল্প নেই। তাই শিক্ষিত বেকার নারী সমাজকে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।
এডভোকেট নাসির উদ্দিন খান ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নগরীর লাউয়াইস্থ আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের হলরুমে দক্ষিণ সুরমা উপজেলার গরীব ও দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি ও আমাতুজ জহুরা রওশন জেবীন রুবা, আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র দক্ষিণ সুরমার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম ।
জেলা পরিষদের সি.এ একেএম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানা, ইউপি মেম্বার হালিমা বেগম, সাবিনা আক্তার আছমা, সাফিয়া বেগম, মনোয়ারা বেগম, হাসনা বেগম,
হাসনা আক্তার ও আখতারুন বেগম প্রমুখ।
Discussion about this post