হরতাল, অবরোধ, সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিগ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ইসলামিয়া কলেজ প্রাঙ্গণ থেকে হরতাল ও সহিংসতার প্রতিবাদে একটি মিছিল বের হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ এর সঞ্চালনায় উক্ত সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, কলেজ ছাত্র-সংসদের ভিপি ফয়সাল সাব্বির, জিএস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, এ জি এস নোমান সাইফ সহ কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের নেতৃবৃন্দ।
এ সময় তারা জামাত-বিএনপির নৈরাজ্য ও সহিংসাতার তীব্র নিন্দা জানায় ,সেই সাথে বিএনপি’র হামলায় পুলিশ সদস্যের মৃত্যুর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
Discussion about this post