কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলায় ১লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। ২২ নভেম্বর বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউপির সিকদার পাড়া অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- সাইফুল (৩০) এবং মোঃ জোবায়ের (১৯)
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই ইউপির সিকদার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র জানায় উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানায় র্যাব-১৫
Discussion about this post