নগরীতে পাহাড়তলীর সরাইপাড়ায় একটি তিনতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর পরই বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, সকাল থেকে কর্পোরেশন এলাকার পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল।
এ সময় হঠাৎ ওই তিনতলা ভবন হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
Discussion about this post